HighlightNewsদেশ

কাজের কথা বলেন না, শোনেনও না, শুধু নিজের “মন কি বাত”; মোদিকে কোভিড সংকট নিয়ে মোদিকে কটাক্ষ সোরেনের

টিডিএন বাংলা ডেস্ক: কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে মহারাষ্ট্র, দিল্লির পাশাপশি ঝাড়খণ্ডের পরিস্থিতিও ভয়াবহ। ঝাড়খন্ডের মোট জনসংখ্যা ৩ কোটির বেশি। আর ইতিমধ্যেই সে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছুঁই ছুঁই। প্রতিদিন ৭-৮ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে ২ হাজার ১৮১ শিশি রেমডেসিভির পৌঁছেছে, যা দিয়ে করোনার সংক্রমণ ঠেকানোর কোনো উপায়ই পাচ্ছেন না ঝাড়খন্ড সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের কোভিড পরিস্থিতি জানতে চেয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন। এরপরেই টুইট করে হেমন্ত সরেন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শুধু নিজের কথাই বলে গেছেন।

বৃহষ্পতিবার রাতে একটি টুইট করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লেখেন,”আজ প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। শুধু নিজের মনের কথাই বলে গেলেন। ভাল হত যদি কাজের কথা বলতেন এবং কাজের কথা শুনতেনও।” পাশাপাশি তিনি বলেন, সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ থেকে ৫০ হাজার শিশি রেমডেসিভির কিনতে চেয়েছিল তাঁর সরকার। কিন্তু এখনও পর্যন্ত তার অনুমতি দেয়নি মোদী সরকার। তিনি আরো বলেন, ঢাকঢোল পিটিয়ে ১৮ ঊর্ধ্ব সকলের টিকাকরণের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। কিন্তু টিকা না থাকলে টিকাকরণ হবে কী করে?

 

 

Related Articles

Back to top button
error: