Highlightদেশ

‘রাস্তায় ডাক্তার’ বাংলাতেও ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন জানালেন ডঃ কাফিল খান

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা :  রাতের গরিব-অসহায় মানুষের ফ্রিতে চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে উত্তরপ্রদেশের গোরখপুর এর শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাফিল খান দেশের বিভিন্ন রাজ্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর আয়োজন করছেন। তারই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গেও ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ করতে আসছেন ডঃ কাফিল খান। এ প্রসঙ্গে ড. নওসিন খান টিডিএন বাংলাকে জানিয়েছেন, তাদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাস্ট ইয়োলো ফাউন্ডেশন’ এই মহৎ কাজে ড. কাফিল খানের নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডঃ কাফিল খান মিশন স্মাইল ফাউন্ডেশন’ এর সঙ্গে থাকছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মেডিকেল ক্যাম্পে তাদের সঙ্গে থাকছে কলকাতা খিলাফত কমিটির মত পরিচিত সংস্থাগুলিও। জাতীয় চিকিৎসক দিবস এবং ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুর দিন উপলক্ষে ১ জুলাই থেকে এই মেডিকেল ক্যাম্পের সূচনা করা হবে। ড. নওসিন খান জানিয়েছেন কাফিল খান পাঁচ দিন ধরে বাংলার বিভিন্ন জায়গাতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ ও ‘সচেতনতা শিবির’ করবেন। একই সঙ্গে তারা যতটা সম্ভব ফ্রী মেডিসিন দেওয়ারও চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তাদের প্রকাশিত সিডিউল অনুসারে ১ জুলাই উ: চব্বিশ পলগানার কাকিনারা হিমায়তুল গুরবা হাই স্কুলে প্রথম মেডিকেল ক‍্যাম্পটি করা হবে। এরপর ২জুলাই কলকাতার ছাতুবাবু লেনের মহসিন হলে, এরপর তপসিয়া ফুটবল ময়দানে, তারপর ৪ জুলাই গোসাবাতে এবং সর্বশেষ ৫ জুলাই খেতিয়া ১ ব্লকে মেডিকেল ক্যাম্প করা হবে। সেখানে মূলত শিশুদের ও বয়স্ক গরিব মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। ডঃ কফিল খানের সঙ্গে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করতে আরো ছয় জন চিকিৎসক আসছেন। বেশ কিছু বাংলার চিকিৎসকও এই ক্যাম্পে সামিল হবেন। বিগত প্রায় ৭৩ দিন ধরে তিনি এই কাজ করে আসছেন। এই বিষয়ে এক সংবাদ পত্রকে ডঃ কাফিল খান বলেন, তিনি ভারতের বঞ্চিত মানুষ ও শহরের বস্তিবাসী যারা চিকিৎসা সুবিধা পান না তাদের কাছে পৌঁছাতে চান। তিনি আরও বলেন, “এ পর্যন্ত রাজস্থান দিল্লি বিহার উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যে একদিকে যেমন মেডিকেল ক্যাম্প করা হয়েছে অন্যদিকে করনা নিয়ে সাধারন মানুষকে সচেতন করা হয়েছে। মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা করা, ওষুধ দেওয়া ও মাস্ক-সেনিটাইজার বিতরণ করা হচ্ছে।” তিনি সরকারের কাছে সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসার ব‍্যবস্থার দাবি জানান। তিনি মনে করেন, মোট জিডিপির কমপক্ষে ৫ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করা উচিত। উল্লেখ্য যে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এর শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাফিল খান ২০১৭ সালে বিআরডি মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন সংকট তৈরি হলে সে সময় নিজের উদ্যোগেই অক্সিজেন এর ব্যবস্থা করেন। অথচ মিথ্যা মামলায় ফাঁসানো হয় তাকে। যদিও আদালতে তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এরপর আলীগড় বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলনে শরিক হওয়ায় তাকে আবার গ্রেফতার করা হয়। পরে তার নামে জাতীয় সুরক্ষা আইনে মামলা করা হয় যদিও তিনি এখন জামিনে মুক্ত।

Related Articles

Back to top button
error: