HighlightNewsদেশ

কে এই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

টিডিএন বাংলা ডেস্ক: আজ গোটা দেশের নজর ছিল এই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের দিকে। ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল প্রত্যাশা মতোই দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। সন্ধে গড়াতেই শেষ পর্যন্ত দেখা গেল বিরাট ব্যাবধানে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করেছেন দ্রৌপদী মুর্মু। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। দ্রৌপদীর জয়ে উচ্ছ্বসিত বিজেপি তথা এনডিএ। যশবন্ত সিনহা শুভেচ্ছা জানিয়ে দ্রৌপদীকে।

কে এই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের ইতিহাসের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মগ্রহণ করেন ১৯৫৮ সালের ২০ জুন ওডিশার ময়ূরভঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম বাইদাপোসিতে। দ্রৌপদীর পিতা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল। আর তিনি ২০১৫ সালের ১৮ মে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়ে ছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার পূর্বে কলা বিভাগে স্নাতক দ্রৌপদী রায়রাংপুরের শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওডিশা সরকারের সেচ ও বিদ্যুৎ বিভাগে ক্লার্ক হিসাবেও কাজ করেছেন। এরপর ১৯৯৭ সালে ওডিশার রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন। তারপর রাজনৈতিক জীবনে বিজেপির তফসিলি উপজাতি মোর্চার সহ সভাপতির দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। ২০০০ ও ২০০৪ সালে বিজেপি-বিজেডির জোট সরকারে নবীন পট্টনায়েকের মন্ত্রী ছিলেন দ্রৌপদী। সামলেছেন শিল্প, বাণিজ্য, পরিবহণ থেকে শুরু করে পশুপালন ও মৎস্য দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে রাজনৈতিক জীবনের মত ব্যক্তিগত জীবনের পথ ততটা মসৃণ ছিল না। স্বামী ও দুই ছেলের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁকে। বর্তমানে তার এক মেয়ে রয়েছে।

Related Articles

Back to top button
error: