HighlightNewsরাজ্য

অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা রাজ্যের বিভিন্ন জেলায়! নদী-সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, জরুরি বৈঠক নবান্নে

টিডিএন বাংলা ডেস্ক: বেশ কিছু দিন ধরে একভাবে টানা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এবার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আর সেই কারণেই নদী বা সমুদ্রে যাওয়ার ব্যাপারে বিশেষ করে মৎস্যজীবীদের মাছ ধরার উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাশাপাশি এই পুজোর মরশুমে যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিভাবে সেটার মোকাবিলা করা হবে তার পরিকল্পনা করতে আজ সোমবার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে গান্ধী জয়ন্তীতে ছুটির দিনেও জরুরি বৈঠকে বসেছে নবান্ন।

এদিকে অতিভারী বৃষ্টির জেরে ডিভিসি’‌র ড্যাম্পে জল ধরে রাখার মাত্রা কমেছে। তাই অবশেষে ডিভিসি’‌র মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হল জল।

জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ে দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া এক নাগাড়ে বৃষ্টির কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে দুর্যোগ অব্যাহত। ইতিমধ্যে সুন্দরবনে সব ব্লকে মাইকিং করে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

Related Articles

Back to top button
error: