HighlightNewsরাজ্য

গাফিলতির জেরে স্কুলের বৈধতা খারিজ, ৩ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ হুমকির মুখে, হাইকোর্টের দ্বারস্থ অভিভাবকরা

টিডিএন বাংলা ডেস্ক: স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ওই স্কুলের বৈধতা খারিজ করে দিয়েছে CISCE। আর সেই কারণেই ওই স্কুলের প্রায় ৩ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ আজ হুমকির মুখে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এবার কি করবেন? তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় পরীক্ষার্থীদের পড়াশোনা জারি রাখতে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ।

জানা গিয়েছে, রিপন স্ট্রিটে ইংরেজি মাধ্যমের সেন্ট অগাস্টিন স্কুলের কর্তৃপক্ষের গড়িমশিতে স্কুলের ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে CISCE অর্থাৎ কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ওই স্কুলের বৈধতা খারিজ করে দেয়। কিন্তু ওই স্কুলে পাঠ রতো দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন অসম্পূর্ণ। এখন তারা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। সেই কারণেই স্কুলের গাফিলতিতে এতগুলো পড়ুয়ার ভবিষ্যত কেন নষ্ট হবে এই প্রশ্ন তোলা হয় কলকাতা হাইকোর্টে।

Related Articles

Back to top button
error: