HighlightNewsদেশধর্ম ও দর্শন

হনুমানের জন্মস্থান নিয়ে বিতর্কের জেরে ধর্মসভায় বেঁধে গেল হাতাহাতি

টিডিএন বাংলা ডেস্ক: অযোধ্যায় রাম লালার জন্মস্থান নিয়ে বিতর্কের পর জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া শিবলিঙ্গ নিয়ে চলমান মামলা মোকদ্দমার মাঝেই এবার হনুমানের জন্মস্থান নিয়ে শুরু হল বিতর্ক। কর্ণাটকের হাম্পি না মহারাষ্ট্রের নাসিক কোথায় আসলে জন্মেছিলেন হনুমান? সেই প্রশ্নের জবাব নিয়েই ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল ধর্মসভায়।

মঙ্গলবার, নাসিকে আয়োজিত একটি ধর্মসভায় আলোচ্য বিষয় ছিল হনুমানের জন্মভূমি। এদিকে আলোচনার শুরুতেই বিতর্ক বেঁধে যায়। এক সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে একজন সাধুকে দেখা যায় মাইক উঁচিয়ে তেড়ে যেতে। বাকিদের অভিযোগ, তাঁদের কথা বলতে দেওয়া হচ্ছিল না। এরপরই তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগে কিষ্কিন্ধ্যা মাথাধিপতি স্বামী গোবিন্দানন্দ সরস্বতী দাবি করেছিলেন কিষ্কিন্ধ্যাই হনুমানের জন্মস্থান যা, কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। বাল্মিকী রামায়ণ উদ্ধৃত করে তিনি বলেন, মহর্ষি কোথাও লেখেননি যে হনুমান নাসিকে জন্মেছিলেন। তাঁর জন্ম হয়েছিল কিষ্কিন্ধ্যাতেই। এদিকে নাসিকের তরফেও দাবি তোলা হয়, হনুমানের জন্ম নাসিকের অঞ্জানেরি নগরে। এখান থেকেই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত বিতর্কের নিষ্পত্তি করতে স্বামী অনিকেত শাস্ত্রী দেশপাণ্ডে ৩১ মে ওই ধর্মসভার ডাক দেন। তাতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাধুরা এসে উপস্থিত হন। তাঁরা সবাই নিজেদের মতামত জানান। এতে সমস্যার সমাধান না হয়ে উল্টে বেড়ে যায়।শুরু হয় চরম বিশৃঙ্খলা। তবে, পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এই বিষয়ে আলোচনা করতে ফের একটি সভার আয়োজন করা হবে।

উল্লেখ্য, হনুমানের জন্মভূমি নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ২০২১ সালে অন্ধ্রপ্রদেশের তিরুমালা থেকে দাবি করা হয়, হনুমান সেখানেই জন্মেছিলেন। দাবি করা হয়েছিল, পুরাণ ও ধাতু নির্মিত ফলকে খোদাই করা বিবরণ থেকে তেমনটাই জানা যায়। সেই বিতর্কই আরো বড় আকার নিল মঙ্গলবার।

Related Articles

Back to top button
error: