HighlightNewsখেলাদেশ

“সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি”, জল্পনার মধ্যেই জানালেন জয় শাহ

টিডিএন বাংলা ডেস্ক: সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করার বিষয় নিয়ে যে জল্পনা চলছিল তা সম্পূর্ন রূপে নস্যাৎ করে এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন,”সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি।” এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জয় শাহ।

এদিন জয় শাহ ওই সংবাদসংস্থাকে জানিয়েছেন,”সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার বিষয়ে যে গুজব চলছে তা বাস্তবে ভুল। মিডিয়া অধিকারের আকারে আমাদের কিছু উত্তেজনাপূর্ণ সময় আসছে এবং আমার সহকর্মীরা এবং আমি সম্পূর্ণভাবে আসন্ন সুযোগের দিকে মনোনিবেশ করছি এবং ভারতীয় ক্রিকেটের স্বার্থ রক্ষা করছি”।

এর আগে জানা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন। তবে এই সমস্ত গুজব একপ্রকার ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জয় শাহ। বুধবার সৌরভ গাঙ্গুলি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শুরুর ৩০ তম বার্ষিকী স্মরণে একটি ট্যুইট করেছিলেন। ওই ট্যুইটের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে নিয়ে জল্পনা শুরু হয়। সৌরভ ওই ট্যুইটে লিখেছিলেন, তিনি এমন কিছু শুরু করতে চান যা বিপুল সংখ্যক মানুষকে উপকৃত করবে।

Related Articles

Back to top button
error: