Highlightদেশ

বাদল অধিবেশন চলাকালীন যন্তর-মন্তরে কৃষক বিক্ষোভ, অনুমতি দিয়েছে প্রশাসন

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ আগেই সরকারকে হুমকি দিয়েছিলেন তাদের ন্যায্য দাবি পূরণ না হলে বাদল অধিবেশন চলাকালীন সংসদের সামনে বিক্ষোভ করবে তারা। জানা গিয়েছে, ২২জুলাই অর্থাৎ আজ থেকে বাদল অধিবেশন চলাকালীন যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করার অনুমতি চেয়েছিল আন্দোলনকারীরা। প্রশাসন শর্তসাপেক্ষে সে আবেদন মঞ্জুর করেছে। ‘ডিডএমএ’ একটি বিবৃতিতে জানিয়েছে, কৃষক বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে যন্ত্র-মন্ত্রে। তবে শর্ত হচ্ছে- তারা সরকারের ঘোষিত কোভিড বিধি মেনেই বিক্ষোভ আয়োজন করতে পারবে। এছাড়া ২০০জন ‘এসকেএম’ এবং ৬জন ‘কেএমএসসি’ কৃষক অংশগ্রহণ করতে পারবেন এই বিক্ষোভে। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে- পুলিশ তাদেরকে যন্ত্র মন্ত্র নিয়ে আসবে, নির্দিষ্ট স্থানে তাদেরকে অবস্থান করতে হবে তার বাইরে যেতে দেওয়া হবে না। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অন্যেরা যেন এই বিক্ষোভে শামিল হতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে প্রশাসন। নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রেখে নিরাপত্তা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। যদিও বাদল অধিবেশন চলবে ১৩ আগস্ট পর্যন্ত, কিন্তু ৯ আগস্ট পর্যন্ত তাদেরকে যন্তর মন্তরে বিক্ষোভ করতে দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: