HighlightNewsদেশ

গরু পাচার কান্ডে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার ইডির

টিডিএন বাংলা ডেস্ক: গরু পাচার কান্ডে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে ইডির সদর দফতরে বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা জেরা করার পর সতীশ কুমারকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাত পর্যন্ত গরু পাচার সম্পর্কে সতীশ কুমারকে জেরা করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তিনি পাচারকারীদের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা নেন। তদন্তকারীদের দাবি, সতীশ কুমারকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তাঁর বয়ানে প্রচুর অসঙ্গতি পাওয়া গিয়েছে, যা সন্দেহের উদ্রেক করছে তদন্তকারীদের মনে। তাই তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছে তাঁকে। শনিবার দিল্লির রাইস এভিনিউ কোর্টে তোলা হয় গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে।


এর আগে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু পাচারে জড়িত সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ এবং বেআইনিভাবে অর্থ উপার্জনের অভিযোগে ২০২০ সালে সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই। সেসময় শর্তসাপেক্ষে জামিন পান সতীশ কুমার।

Related Articles

Back to top button
error: