অবৈধ বালি খনির মামলায় পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি

টিডিএন বাংলা ডেস্ক: অবৈধ বালি খনির মামলায় পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোর বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৩১ মার্চ পাঞ্জাবের বিশেষ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা, পিএমএলএ বিচারক রুপিন্দরজিৎ চাহালের আদালতে মানি লন্ডারিংয়ের অভিযোগে আরো একজনের নামে চার্জশিট জমা করেছে ইডি। আগামী ৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
ফেডারেল এজেন্সি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৩ (মানিলন্ডারিংয়ের অপরাধ), ধারা ৪ (মানিলন্ডারিংয়ের শাস্তি), ধারা ৪৪ (বিশেষ আদালত দ্বারা বিচারযোগ্য অপরাধ) এবং ধারা ৪৫ (অপরাধী বিচারযোগ্য ও অজামিনযোগ্য), ২০০২-এ চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং ওরফে হানি এবং তার সহযোগী কুদরতদীপ সিং-কে অভিযুক্ত করেছে।