HighlightNewsরাজ্য

ইডি ভয় দেখিয়ে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে, বিস্ফোরক অভিযোগ কুন্তলের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় এজেন্সি ইডি ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের উর্ধ্বতন নেতৃত্বের নাম বলানোর চেষ্টা করছে তাদের মুখ থেকে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সাম্প্রতিক সময়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। গতকাল বুধবার শহিদ মিনারের সভা মঞ্চ থেকে সেই একই অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতঃপর আজ বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলার সময় তৃণমূল থেকে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানিয়ে বলেন, “বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে এজেন্সি। কিন্তু, আমরা মা মাটি মানুষের আদর্শে বিশ্বাসী। আমরা এই ধরনের ভয়কে পাত্তা দিই না। বুক চওড়া করে চলি। কেন্দ্রীয় এই সংস্থাগুলি আমাদের হেনস্থা করছে। বলপূর্বক আমাদের যত নেতা রয়েছে তাঁদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।” অভিষেকের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি হাঁ সূচক জবাব দেন।

Related Articles

Back to top button
error: