HighlightNewsদেশ

এবার থেকে অনলাইন লেনদেনেও দিতে হবে অতিরিক্ত টাকা, আসছে নতুন নির্দেশিকা

টিডিএন বাংলা ডেস্ক: এবার থেকে গুগল পে বা ফোন পে-র মতো জনপ্রিয় অ্যাপের মাধ্যমে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত টাকা। এমনই নতুন নির্দেশিকা আসছে বলে খবর। ব্যাংক মারফত বড় অঙ্কের টাকা পয়সার লেনদেন করতে গেলে বর্তমানে দিতে হয় অতিরিক্ত টাকা। কিন্তু এতদিন থেকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সেই নিয়ম ছিল না। তবে আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে নয়া ব্যবস্থা। এবার থেকে ডিজিটাল যুগে অনলাইনে লেনদেন করলেও দিতে হবে অতিরিক্ত টাকা।

জানা যাচ্ছে, নতুন নির্দেশিকা অনুযায়ী অনলাইনে ২০০০ টাকার অধিক ট্রানজ্যাকশন করলেই গুনতে হবে ১.১ শতাংশ হারে শুল্ক। নতুন অর্থবর্ষ ১ এপ্রিল থেকে এই ধরনের যে কোনও লেনদেনের জন্য গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। সরকারি সংস্থা ‘পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এনপিসিআই) জানিয়েছে, ইউপি‌আই-এর মাধ্যমে অনলাইন লেনদেন সংক্রান্ত নিয়মবিধিতে বড় বদল আসতে চলেছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

যদিও এই নতুন ইন্টারচেঞ্জ ফি শুধুমাত্র প্রযোজ্য হবে সেইসব ব্যবসায়ীদের জন্য যাঁরা ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ২০০০ টাকার বেশি পেমেন্ট সংগ্রহ করবেন এবং সেটা হবে বিভিন্ন মোবাইল ওয়ালেটের সাহায্যে।

Related Articles

Back to top button
error: