টিডিএন বাংলা ডেস্ক: সন্দেশখালী তে তৃণমূল নেতা শাহজাহান খানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে রক্ত ঝরল ইডি আধিকারিকের। আজ সকালে দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান খানের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছয় ইডি, কিন্তু একাধিকবার ডাকাডাকি করা হলেও কেউ দরজা খোলেননি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। ইডি-কে বাধা দিতে তাণ্ডব শুরু করে ওই তৃণমূল নেতার অনুগামীরা। ঘটনায় এক ইডি অফিসারের মাথা ফাটে। ভেঙে চুরমার করে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। আহতদের কলকাতার একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, এই ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র।