টিডিএন বাংলা ডেস্ক: কয়েকদিন আগে বোম মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নিশানা করা হয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুসলিম পরিচয় দিয়ে তারা ই-মেলে হুমকি দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
- কী জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স
গত নভেম্বর মাসে উত্তর প্রদেশ পুলিশের এসটিএফের অতিরিক্তি ডিরেক্টর জেনারেল অমিতাভ যশকে হুমকি দিয়ে ম্যাসেজ পাঠিয়েছিলেন ২ ব্যক্তি। রামমন্দির উড়িয়ে দেওয়ার পাশাপাশি তারা নিশানা করেছিল মখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এরপর তাঁদের সন্ধানে তদন্ত শুরু করে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল।
বুধরার লউনউয়ের গোমতী নগরের বিভূতি খণ্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহার সিং এবং ওমপ্রকাশ মিশ্র বলে জানিয়েছে পুলিশ।
- ঘটনার পর্দা ফাঁস
গ্রেফতারের পর উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি বিবৃতি। তাতে বলা হয়েছে, দু’জনেই গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটর্ফম এক্সে একটি পোস্ট করেছিলেন। পোস্টে @iDevendraOffice হ্যান্ডেল ব্যবহার করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, এসটিএফ প্রধান অমিতাভ যশ এবং অযোধ্যার রামমন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে যে alamansarikhan608@gamail.com এবং zubairkhanisi199@gamail.com ই-মেল আইডি থেকে পাঠানো হয়েছিল হুমকির পোস্টগুলি। প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের সনান্তকরণের পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইমেল আইডি তৈরি করতে এবং পাঠানোর জন্য অভিযুক্তরা VIVO-T2 এবং SAMSUNG GALAXY A-3 ফোন ব্যবহার করেছিল। ধৃতদের ডেরা থেকে একটি ওয়াই-ফাই রাউটার, সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।
- ধৃতদের স্বীকারোক্তি
এসটিএফেক উপ-পুলিশ সুপার প্রমেশ কুমার শুক্লা জানিয়েছেন যে ধৃতরা দেবেন্দ্রকুমার তিওয়ারি নামে একটি ব্যক্তির নির্দেশে কাজ করেছিল। দেবেন্দ্র ভারতীয় কিষাণ মঞ্চের সদস্য। একটি এনজিও চালায় সে। ধৃত তাহার এবং ওমপ্রকাশ ছিলেন দেবেন্দ্রর ব্যক্তিগত সচিব। দু’জনেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের কর্মী বলে জানিয়েছেন এসটিএফের ওই কর্তা।
রাজনৈতিক কভারেজ পাওয়ার জন্যই তারা হুমকি দিয়েছিল বলে মনে করছে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল। উল্লেখ্য, রামমন্দির উদ্বোধন নিয়ে কয়েকদিন ধরে সরকার ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে বিবৃতির লড়াই। তারই মধ্যে হুমকির পর্দা ফাঁসের ঘটনায়, নতুন করে বিতর্কের ইন্ধন যোগাবে বলে মনে করছে ওায়াকিবহাল মহল।
(সৌজন্যে : এই সময় অনলাইন)