টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডির দ্বিতীয় দিনের জেরা প্রায় এক ঘণ্টা চলছে। এর আগে ২১ জুলাই ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।একই সঙ্গে তদন্তের বিরুদ্ধে দেশজুড়ে সত্যাগ্রহ চালাচ্ছে কংগ্রেস। দলীয় সাংসদের সঙ্গে রাহুল গান্ধীও বিজয় চকের কাছে ধর্নায় বসেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সহ বহু সাংসদকে ইতিমধ্যেই আটক করেছে দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, কংগ্রেসের সব সাংসদ সংসদ থেকেই রাষ্ট্রপতি ভবনে প্রতিবাদ মিছিল করে যাচ্ছিলেন, দিল্লি পুলিশ তা থামিয়ে দেয়। রাষ্ট্রপতি ভবনে যেতে বাধা দেওয়ায় বিজয় চকের কাছে ধর্নায় বসেন রাহুল গান্ধী। রাজঘাটে যেতে পুলিশ বাধা দিলে, কালো বেলুন উড়িয়ে দেন মহিলা কংগ্রেসের সদস্যরা।
রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কংগ্রেসকে প্রতিবাদ করা থেকে বিরত রাখা হচ্ছে। আমরা ভয় পাই না।
কংগ্রেস সদর দফতরের বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, সংসদে অধিবেশনের কারণে সদর দফতরের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।