টিডিএন বাংলা ডেস্ক: শারীরিক পরীক্ষা নিরিক্ষার জন্য এসএসকেএম হাসপাতালের পরিবর্তে পার্থকে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে ওড়িশার ভুবনেশ্বরের এমস হাসপাতালে নিয়ে গেল ইডি। এসএসসি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে ২৩ জুলাই গ্ৰেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর তার শারীরিক পরীক্ষা নিরিক্ষার কোথায় করা হবে তা নিয়ে শুরু হয় জটিলতা। পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু এই নির্দেশে অখুশি হয় ইডি। ফলে তারা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানায়।
প্রধান বিচারপতি এদিন শুনানিতে বলেন,
‘‘কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি ও জেনারেল মেডিসিন দিল্লির এমসের বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে করানো হোক।’’ কিন্তু ইডির আইনজীবীরা তাতে আপত্তি জানিয়ে বলেন, ‘‘দিল্লি কেন, কল্যাণী এমসেও হতে পারে।’’ তখন বিচারপতি চৌধুরী জানিয়ে দেন, কল্যাণী এমসের উপর তার মোটেও ভরসা নেই। কারণ সেখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি ব্যাপক বিতর্ক হয়েছে। যার এখনও কোনো নিস্পত্তি হয়নি। তাই শেষ পর্যন্ত তিনি ওড়িশার ভুবনেশ্বর এমস থেকেই পার্থর শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি সোমবার বিকেল ৩ টের মধ্যে পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।