টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ইডির গাড়ি। অর্পিতাকে আদালত থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, সল্টলেক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ইডি কনভয়ের মাঝখানে আরেকটি গাড়ি চলে আসে। তবে, গাড়ির মধ্যে থাকা অর্পিতা মুখোপাধ্যায় এবং ইডি আধিকারিকরা সকলেই নিরাপদে রয়েছেন। এই মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতাকে ইডি গ্রেফতার করার পর আজ তাঁকে আদালতে পেশ করা হয়। এরপর আদালত তাঁকে একদিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।