HighlightNewsদেশ

রাম নবমীতে সাম্প্রদায়িক হিংসার জেরে ঈদেও কারফিউ জারি মধ্যপ্রদেশের খারগোনে

টিডিএন বাংলা ডেস্ক: রাম নবমীতে সাম্প্রদায়িক হিংসার ঘটনার জেরে এবার ঈদেও কারফিউ জারি থাকছে মধ্যপ্রদেশের খারগোনে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বা মঙ্গলবার ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দুইদিনই কারফিউ থাকবে।
খারগোনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর সিং জানিয়েছেন,”২মে এবং ৩মে খারগোনে সম্পূর্ণ কারফিউ জারি করা হবে। বাড়িতেই ঈদের নামাজ পড়তে হবে।” তিনি আরো জানিয়েছেন, কারফিউ জারি করা থাকলেও এই দুইদিন দোকান খোলা থাকবে এবং পরীক্ষা দিতে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ছাড় দেওয়া হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন, অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তীতেও কোনো অনুষ্ঠান জেলায় সংগঠিত করার অনুমতি দেওয়া হবে না।


প্রসঙ্গত, ১০ এপ্রিল খারগোনে রামনবমীর মিছিল চলাকালীন দুই সম্প্রদায়ের সংঘর্ষে ২৪ জন আহত হয়েছিলেন। শুধু তাই নয়, সংঘর্ষের সময় এক ব্যক্তি নিহত হন এবং পুলিশ সুপার সিদ্ধার্ত চৌধুরীকে গুলিও করা হয়।
এই ঘটনার পর আনন্দনগর-কাপাস মান্ডি এলাকায় ইব্রিস খান হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। একইসঙ্গে পুলিশ সুপার সিদ্ধার্ত চৌধুরীকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। খারগোনের সাম্প্রদায়িক সংঘর্ষের ৬৪টি মামলায় ১৫০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button
error: