HighlightNewsদেশধর্ম ও দর্শন

৩ মে উদযাপিত হতে পারে ঈদ-উল-ফিতর ২০২২, নতুন চাঁদ দেখে ঘোষিত হবে “ঈদ মোবারক”!

টিডিএন বাংলা ডেস্ক: রমজানের উপবাসের মাস শেষ হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে মুসলিমদের উৎসব ঈদ-উল-ফিতর-এর জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। নতুন চাঁদ দেখে ঘোষিত হয় “ঈদ মোবারক”। চলতি বছরের মে মাসের ২ তারিখ অথবা ৩ তারিখ নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের কোন অংশে আপনি বসবাস করছেন তার ওপরে নির্ভর করে আপনার চাঁদ দেখা। এ বছর ভারতে মঙ্গলবার অর্থাৎ মে মাসের ৩ তারিখ পালিত হতে পারে ঈদ। তবে যেহেতু চাঁদ দর্শনের উপরেই নির্ভর করে ঈদের উৎসব উদযাপিত হয়, তাই শেষ মুহূর্তে পরিবর্তন ঘটতেও পারে।

‘ঈদ-উল-ফিতর’ একটি আরবি শব্দ। যার অর্থ হল উৎসব, আনন্দ, খুশি। ঈদ এসেছে ‘আউদ’ শব্দ থেকে। এর অর্থ, এমন উৎসব যা ফিরে ফিরে আসে এবং বারংবার অনুষ্ঠিত হয়। ঈদের আরেক অর্থ হল খুশি, আনন্দ, উচ্ছাস। ‘ফিতর’ শব্দের অর্থ হল ভেঙে দেওয়া। দীর্ঘ এক মাস রোজা রাখার পর যে উৎসব পালন করা হয় তাই ‘ঈদ-উল-ফিতর’। গোটা রমজান মাস রোজা রেখে মানুষ তার ভেতরের সমস্ত খারাপ গুন বা ভুলগুলি সংশোধনের চেষ্টা করে। তার দৈনন্দিন জীবনে ফুটে ওঠে সংযম, সত্যনিষ্ঠা, সদ্ভাবনা ও সদিচ্ছার ছবি। ঈদের দিনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করার দিন।
চন্দ্রমাস গুলি ২৯ বা ৩০ দিন স্থায়ী হয় তাই সাধারণত মুসলমানদের ২৯ তম দিনে সূর্যাস্তের পরে তার তারিখ যাচাই করে অপেক্ষা করতে হয় ঈদের উৎসবের জন্য। মাসের ২৯ তম রাতে স্থানীয় চাঁদ দর্শকরা অর্ধচন্দ্রের জন্য আকাশে নজর রাখেন। অমাবস্যা দেখা গেলে পরের দিন ঈদ উদযাপিত হয়। তা না হলে মুসলিমরা ৩০ দিনের মাস পূর্ণ করতে আরো একদিন রোজা রাখেন। চাঁদ দেখা গেলে টেলিভিশনে, রেডিওতে এবং মসজিদে ঈদ ঘোষণা করা হয়।

ইউনাইটেড কিংডমের এইচএম নটিক্যাল অ্যালম্যানাক অফিস অনুসারে নতুন চাঁদ ৩০ এপ্রিল শনিবার জিএমটি ২০:২৮ -এ। তাই সেই রাতে নতুন চাঁদ বিশ্বব্যাপী দেখা যাবে না। পরের রাতে অর্থাৎ রবিবার, ১ মে বিশ্বের কিছু অংশের মানুষ স্বাচ্ছন্দে অর্ধচন্দ্র দেখতে সক্ষম হবেন। দুই এবং তিন তারিখে পরিষ্কারভাবে বিশ্বের প্রায় সব অংশের মানুষ এই অর্ধচন্দ্র দেখতে পাবেন। ঐতিহ্যগতভাবে ঈদের উৎসব তিন দিন ধরে পালিত হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে। ইতিহাস অনুসারে এই উৎসবের সূচনা করেছেন ইসলামের নবী হজরত মহম্মদ স্বয়ং। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একমাস রোজা পালনের পরে আসে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ। শাওয়াল মাসে এই দিনটি পালন করেন মুসলিমরা। এই দিনে মানুষ যা কিছু পেয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানায় আল্লাহকে। কুরআন অনুসারে পুণ্যার্থীদের অবশ্যই ঈদের নামাজের আগে জাকাত-উল-ফিতর দিতে হয়। সূর্যাস্তের পর রাতে পবিত্র চাঁদ দর্শন করার পরে নতুন চাঁদ দেখা মাত্র পাড়া-মহল্লার মসজিদের মাইকে ঘোষিত হয় খুশির বার্তা “ঈদ মোবারক”।

Related Articles

Back to top button
error: