গ্রীষ্মের দাবাদাহে পানীয় জলের আকালের অভিযোগ মালদহের জেলে, তৃষ্ণার্ত বন্দিরা পান করছেন বাথরুমের জল!

টিডিএন বাংলা ডেস্ক : গ্রীষ্মের দাবাদাহে হাঁসফাঁস অবস্থা সারা রাজ্যের মানুষের। প্রচণ্ড তাপপ্রবাহ সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে অনেক মানুষের। আর এই কঠিন অবস্থার মধ্যে পানীয় জলের আকালের অভিযোগ উঠল মালদহের জেলে। ঠিকমতো তৃষ্ণার পানীয় জলটুকুও দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছেন মালদহের সংশোধনাগারে বন্দিরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এক বন্দির পরিবার অভিযোগ জানিয়েছেন যে, তৃষ্ণার্ত বন্দিরা বাধ্য হয়ে বাথরুমের জল পান করছেন পাশাপাশি আরও দাবি করা হয়েছে, জেলের মধ্যে খাওয়া-দাওয়া বা ঘুমোনোর ব্যবস্থা সবেতেই বেহাল অবস্থা।

প্রসঙ্গত, শুধু এ রাজ্য নয় সারা দেশ জুড়ে সংশোধনাগারের বেহাল অবস্থার কথা প্রায়ই উঠে আসে। কিন্তু মানবাধিকার কর্মীরা বরাবরই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের প্রশ্ন বন্দি বলে কি তাদের মানবাধিকারও নেই। তারা সংশোধনাগারগুলির হাল ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।