খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছলো নির্বাচন কমিশন
টিডিএন বাংলা ডেস্ক: খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছলো জাতীয় নির্বাচন কমিশন। বিগত মাসে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল ১৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ওই দিন থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু ৯ সেপ্টেম্বর রাজ্যে ভাইফোঁটা উৎসব থাকায় ১৬ নভেম্বরের বদলে ১৮ নভেম্বর থেকে খসড়া ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। ৭ আগস্ট নির্বাচন কমিশন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং নবান্নে যে নির্দেশিকা পাঠিয়েছিল তাতে স্পষ্ট বলা হয়, এবার কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেবার আগে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে। কমিশনের নির্দেশিকায় বলা হয়, বুথ পুনর্গঠন, অক্সিলিয়ারি বুথ তৈরি, একই পরিবারের সকল সদস্য যাতে একই বুথে ভোট দিতে পারেন।
গতবার খসড়া ভোটার সংশোধনের কাজ শেষ হবার পর রাজ্যে ভোটার ছিল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৭ জন। তারপর লোকসভা নির্বাচনের আগে কিছু নতুন নাম যুক্ত হয়ে ভোটার সংখ্যা দাঁড়ায় ৬ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ১৫২’তে। ১৮ নভেম্বর থেকে এক মাস ভোটার তালিকা সংশোধনের কাজে প্রতি শনি এবং রবিবার বিশেষ অভিযান চলবে। ফলে ওইদিন বুথে গিয়ে মানুষ তালিকা সংশোধনের কাজ করতে পারবেন বলে জানা গেছে।