রাজ্য

মানবিক মুখ: লকডাউনে সমস্যায় পড়া অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিলো পুলিশ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মূর্শিদাবাদ: হঠাৎ করে অসুস্থতা হোক কিংবা আত্মীয় স্বজনের মৃত্যু- লকডাউনের দিনে গাড়িঘোড়া না পেয়ে যখন চরম অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ তখন নিজেরাই টুকটুকি গাড়ি করে গন্তব্য স্থলে পৌঁছে দিচ্ছে পুলিশই! লকডাউনের দিনে কড়া ধরপাকড়ের পাশাপাশি এমনই মানবিক চিত্র লক্ষ করা গেলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের। শুক্রবার সকাল থেকে থানার বিভিন্ন এলাকায় ওসি বিপ্লব কর্মকারের নেতৃত্বে চলে টহলদারী। অকারণে টুকটুক কিংবা বাইক নিয়ে বেরিয়ে পুলিশের জালে ধরাও পড়ে ৩০ জন ব্যক্তি। এদিন ধরপাকড়ের পাশাপাশি
অসুস্থ্য কিংবা চিকিৎসা করতে আসা অসহায় মানুষদের গাড়িতে করে পৌঁছে দেওয়ার জন্য মানুষের সাহায্য করতে ১৫ টি টুকটুকি নিয়েই বের হয় পুলিশ। বিড়ম্বনায় পড়া অসহায় মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে নজির তৈরি করে পুলিশ। পুলিশের এই মানবিক মুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

Related Articles

Back to top button
error: