মাত্র চার ঘন্টায় আটবার ভূমিকম্পে কাঁপলো মহারাষ্ট্র!

টিডিএন বাংলা ডেস্ক: মাত্র চার ঘন্টায় আটবার ভূমিকম্প! লাগাতার ভূমিকম্পে কেঁপে উঠলো মহারাষ্ট্র। আজ শুক্রবার চার ঘণ্টার মধ্যে মোট আটবার কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা মৃদু হলেও এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এদিন কম্পনের মাত্রা ২.২ থেকে ৩.৬ এর মধ্যে। এদিকে ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।