আন্তর্জাতিক
করোনা ঠেকাতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া! দাবি আমেরিকার
টিডিএন বাংলা ডেস্ক: করোনা ঠেকাতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া! এমনটাই দাবি করলো আমেরিকা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অনলাইন কনফারেন্সে
ইউএস ফোর্সের কোরিয়ার কম্যান্ডার রবার্ট আবরামস জানিয়েছেন,“করোনা ঠেকাতে উত্তর কোরিয়া নতুন বাফার জোন তৈরি করেছে। চিনের সীমান্ত থেকে এক-দুই কিলোমিটার জায়গা সেই বাফার জোনের অন্তর্গত। সেখানে মোতায়েন করা আছে নর্থ কোরিয়ান স্পেশ্যাল অপারেশনস ফোর্স। তাদের শুট টু কিল অর্ডার দেওয়া হয়েছে।”