HighlightNewsদেশ

নির্বাচনী প্রচারে ছাড় দিলেও নির্দেশিকা বহাল কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক : সামনেই পাঁচ রাজ্যে ভোট। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে প্রচারে রাশ টানে নির্বাচন কমিশন। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। জানাল নির্বাচন কমিশন। বেশ কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারে কাটা করোনা। আগেই বাতিল করা হয়েছিল রোড-শো, পদযাত্রা, বাইক মিছিল। এবার সেই নির্দেশিকা আরও বাড়াল কমিশন। নির্বাচন কমিশন থেকে সোমবার বিজ্ঞপ্তি জারি করে। তাতে জানিয়ে দেওয়া হয়েছে নতুন সিদ্ধান্তের কথা। তবে সভা সমাবেশের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা হলেও শিথিল করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সর্বাধিক এক হাজারজনকে নিয়ে সমাবেশ করা যাবে। আগে যা ছিল ৫০জন। বাড়ি-বাড়ি প্রচারও করা যাবে। সেক্ষেত্রে সর্বাধিক ২০জন সঙ্গে নিয়ে যেতে পারবেন প্রার্থী।

এর পাশাপাশি পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতির বিষয়ে মুখ্যসচিবদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, ভোটমুখী পাঁচ রাজ্যে করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।তাই, সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Back to top button
error: