আজ থেকে ফের মেট্রোয় টোকেন

টিডিয়েন বাংলা ডেস্ক : আজ থেকে ফের কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য টোকেন পরিষেবা চালু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্মার্ট কার্ড এর পাশাপাশি থাকবে এই পরিষেবাও।

নোবেল করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দৈনিক সরবরাহ কিছুদিন স্থগিত রাখে মেট্রো। কলকাতা মেট্রো জানাচ্ছে, যাত্রীদের হাতে হাতে ঘুরলেও টোকেন যাতে সংক্রমণের কারণ না হয়, সে কথা মাথায় রেখে আগেই প্রতিটি স্টেশনে স্যানিটাইজেশনের বিশেষ যন্ত্র বসানো হয়েছিল। ওই যন্ত্রে ৪ মিনিটে একসঙ্গে ৩০০ টোকেন জীবাণুমুক্ত করা সম্ভব। তা সত্ত্বেও কোনও ঝুঁকি না নিয়ে টোকেনের ব্যবহার স্থগিত রাখা হয়। সংক্রমণ কিছুটা কমতে যাত্রীদের সুবিধা এবং একইসঙ্গে চাহিদার কথা মাথায় রেখে আবার টোকেন পরিষেবা চালু করা হচ্ছে।