মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও হয়নি যোগাযোগ, জানালেন পার্থ

টিডিএন বাংলা ডেস্ক: নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কোনো ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানালেন পার্থ। জোকার ইএসআই মেডিকেল হাসপাতাল থেকে মেডিকেল চেকাপ শেষ হওয়ার পর পার্থকে নিয়ে বার হয়ে আসার সময়ই এমন মন্তব্য করলেন পার্থ। এর আগে জোকার ইএসআই মেডিকেলে ঢোকার সময়ও এমনই জানিয়ে ছিলেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ২৮ ঘন্টা জেরা করার পরেই তৃণমূলের মহাসচিব পার্থকে গ্রেফতার করে ছিল ইডি। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এ বিষয়ে দলের অবস্থান ঠিক কি হতে চলেছে সে বিষয়ে কিছুই জানায়নি তৃণমূল। এমনকি দলের মুখপাত্র কুনাল ঘোষও এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে কিছুই জানাতে চাননি। তিনি শুধুই জানিয়েছেন, যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা বা সেই ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আর পার্থ প্রসঙ্গে দলের অবস্থান মমতাই সময় মত জানাবেন বলেও জানিয়ে দিয়েছেন।