টিডিএন বাংলা ডেস্ক: অরুণাচল প্রদেশে গত ১৩ জুলাই নিখোঁজ হওয়া ১৯ জন নির্মাণ শ্রমিকের মধ্যে ৭ জনের সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকারী দল ওই শ্রমিকদের উদ্ধার করেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে। অরুণাচলের কুরুং কুমে জেলায় এই দুর্ঘটনার পর ত্রাণ ও উদ্ধার কাজে আইএএফ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, নিখোঁজ শ্রমিকরা অরুণাচল প্রদেশ থেকে অসমে যাচ্ছিলেন। তাঁরা সবাই জঙ্গলের মধ্য দিয়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেন তাঁরা। এখনও পর্যন্ত এই শ্রমিকদের মধ্যে একজনের মৃতদেহ চিন সীমান্তের কাছে একটি নদীর ধারে পাওয়া গিয়েছে।