দশ টাকা দিয়েও মেলেনি ভালো পান, বচসার জেরে দোকানদারকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: দশ টাকা দিয়েও মেলেনি ভালো পান। আর সেই নিয়ে বচসার জেরে পানের দোকানদারকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো প্রতিবেশী খদ্দেরের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মহম্মদপুরে। পুলিস জানিয়েছে, মৃত ওই দোকানদারের নাম রাজিব শেখ(২৪)। তার বাড়ি বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহম্মদপুরে। এদিকে সামান্য পান খাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে খুনের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রাজ্য সড়ক অবরোধে ফেটে পড়েন মৃতের পরিবার ও স্থানীয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার পর থেকেই পলাতক
অভিযুক্ত মানু শেখ।