শীতের প্রাক্কালে গঙ্গা ভাঙন কবলিত মানুষদের শীতবস্ত্র বিতরণ ওয়েলফেয়ার পার্টির
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: শীতের প্রাক্কালে চলতি পূজোর মরসুমেই গঙ্গা ভাঙন কবলিত মানুষদের শীতবস্ত্র বিতরণ করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। শুক্রবার সামসেরগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে গঙ্গা-ভাঙন কবলিত ধানঘড়া, ধুসড়িপাড়া, হিরানন্দপুর, শিবপুর এলাকার শতাধিক দূর্গতদের কল্যাণার্থে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, জেলা কমিটির সদস্য হামিদ সেখ, ব্লক সভাপতি শিক্ষক জাবের আলী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
পরে পার্টির ব্লক সভাপতি শিক্ষক জাবের আলী বলেন, “গঙ্গা-ভাঙনের শুরু থেকেই আমরা সুসংগঠিত ভাবে দূর্গত মানুষদের সেবায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি । আগামীতেও প্রয়োজন মতো আমরা এই এলাকায় মানুষের হয়ে কাজ করে যেতে চাই । সরকারের কাছে আবেদন করব যে, সরকার যেন অবিলম্বে মানবিক দৃষ্টিতে এই দূর্গতদের সহায়তায় এগিয়ে আসে ।”