HighlightNewsদেশ

জ্ঞানভাপি মসজিদে সমীক্ষার নামে আদালতের নির্দেশ অমান্য করে চলছে খনন! ভেঙে পড়তে পারে মসজিদ! অভিযোগ মসজিদ কমিটির

টিডিএন বাংলা ডেস্ক: ঐতিহাসিক জ্ঞানভাপি মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বৈজ্ঞানিক সমীক্ষার নামে আদালতের নির্দেশ অমান্য করে চলছে খনন কার্য! আর এই বেআইনি খননের ফলে ধীরে ধীরে ভেঙে পড়তে পারে জ্ঞানভাপি মসজিদের বিভিন্ন অংশ! এমনই আশংকার কথা বলে এএসআই-এর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলে বারাণসী জেলা আদালতের দারস্থ হল জ্ঞানভাপি মসজিদ কমিটি।

জ্ঞানভাপি মসজিদ পরিচালনাকারী আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি বারাণসী জেলা বিচারকের কাছে একটি আবেদনে দাবি করেছে যে, আদালতের নির্দেশ অমান্য করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) জ্ঞানভাপি মসজিদের সামনের প্রাঙ্গণটি খনন করছে যা আদালতের নির্দেশের সম্পূর্ণ বিরোধী। মসজিদ কমিটি জানিয়েছে, সংস্থাটি জরিপ পরিচালনার জন্য জিপিআর কৌশল ব্যবহার করছে না। এই অভিযোগ তখন প্রকাশ্য আসল যখন এএসআই মসজিদের জরিপ শেষ করার জন্য আরও আট সপ্তাহ সময় চেয়ে বারাণসী জেলা আদালতে আবেদন করেছে। এই পরিপ্রেক্ষিতে মসজিদ কমিটি এএসআইকে আর কোনো সময় না বাড়ানোর জন্য আদালতকে অনুরোধ করেছে।

উল্লেখ্য যে, ২১শে জুলাই, ২০২৩-এ বারাণসি জেলা আদালত নির্দেশ দেয়, জ্ঞানভাপি মসজিদে একটি বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর। উদ্দেশ্য হল মসজিদটি কোনও হিন্দুর পূর্ব-বিদ্যমান কাঠামোর উপর নির্মিত হয়েছে কিনা তা নির্ধারণ করা। কিন্তু হিন্দু জাতীয়তাবাদীরা প্রচার করছে যে ঐতিহাসিক মসজিদটি মূল কাশী বিশ্বনাথ মন্দিরের জায়গায় নির্মিত হয়েছিল, অন্যদিকে মুসলমানরা দাবি করে যে মসজিদটি ওয়াকফ প্রাঙ্গনে নির্মিত হয়েছিল। এসআই সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের আদেশ অমান্য করছে যা বিশেষ করে এজেন্সিকে বৈজ্ঞানিক এবং জিপিআর পদ্ধতি ব্যবহার করে মসজিদ প্রাঙ্গনের বৈজ্ঞানিক জরিপ করতে বলেছে।

মসজিদ কমিটি তার আবেদনে জানিয়েছে, এএসআই ধ্বংসাবশেষ/আবর্জনা ইত্যাদি অপসারণের পরে জরিপ করার প্রস্তাব করেছে। অন্যদিকে মসজিদ কমিটি দাবী করেছে, এএসআই কোনো ধ্বংসাবশেষ বা আবর্জনা পরিষ্কার করার পরে জরিপ পরিচালনা করার জন্য অনুমোদিত নয়। সূত্র- মাকতুব মিডিয়া

Related Articles

Back to top button
error: