HighlightNewsদেশ

মেয়াদ শেষ,৮ খ্যাতনামা শিল্পীকে সরকারি আবাসন খালি করার নোটিশ দিল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: ২০১৪ সালে তাঁদের সরকারি আবাসনে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরেও সরকারের কাছে অনেক অনুনয় বিনয় করেছেন জীবন সায়াহ্নে এসে পৌঁছন ওড়িশি নৃত্য শিল্পী গুরু মায়াধর রাউত, শাস্ত্রীয় সংগীত শিল্পী রিতা গঙ্গোপাধ্যায়, মোহিনীনাট্যম শিল্পী ভারতী শিবাজী, কুচিপুরি শিল্পী গুরু ভি জয়রাম রাওয়ের মত খ্যাতনামা শিল্পীরা। সরকারের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে আদালতেরও দ্বারস্থ হন তাঁরা। তাতেও কোনো লাভ হয়নি। শিল্পী কোটায় দিল্লির সরকারি আবাসনে থাকা ৮ খ্যাতনামা শিল্পীকে ২ মের মধ্যে তাঁদের বাড়ি খালি করার নোটিশ ধরিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেই নোটিশ অনুযায়ী বাড়ি ছাড়তে হয়েছে নব্বইয়ের কোটা পেরিয়ে যাওয়া ওড়িশি নৃত্য শিল্পী গুরু মায়াধর রাউতকে। বুধবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত গুরু মায়াধর রাউতের বাড়ি ছেড়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হতে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, মাসিক আয় কুড়ি হাজার টাকার কম এমন সর্বোচ্চ ৪০ জন শিল্পীর থাকার বন্দোবস্ত করতে পারে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। ১৯৮৭ সালে সেই অনুযায়ী ২৮ জন শিল্পীকে সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তৎকালীন সরকার। তারপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। পরিবর্তন হয়েছে সরকারের। বর্তমানে কেন্দ্রের মোদি সরকারের দাবি ওই শিল্পীদের সরকারি আবাসনে থাকার সময়সীমা ২০১৪ সাল পর্যন্ত ছিল, যা শেষ হয়ে গিয়েছে। তারপরেও তাঁরা বাড়ি ছাড়েননি। কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওড়িশি নৃত্য শিল্পী গুরু মায়াধর রাউত, শাস্ত্রীয় সংগীত শিল্পী রিতা গঙ্গোপাধ্যায়, মোহিনীনাট্যম শিল্পী ভারতী শিবাজী, কুচিপুড়ি শিল্পী গুরু ভি জয়রাম রাওয়ের মত খ্যাতনামা শিল্পীরা। সেখান থেকেও হতাশ হন শিল্পীরা। এপ্রিলের শেষে তাঁদের সরকারি আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী, সংসারের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে সরকারি আবাসন খালি করার প্রক্রিয়া শুরু করেছেন অনেকেই। তবে এখনও অনেকেই দিল্লিতে তাদের সরকারি আবাসন আঁকড়ে পড়ে রয়েছেন। কেন্দ্র সরকারের এই নোটিশ প্রসঙ্গে শিল্পী জয়রাম রামের স্ত্রী বনশ্রী রাও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান,”আমরা ঘরের জিনিসপত্র গোছাতে শুরু করেছি। এই সরকার আমাদের একটা কথাও শুনতে রাজি নয়। খুব শীঘ্রই আমরা ঘর ফাঁকা করে দেব।”

Related Articles

Back to top button
error: