HighlightNewsদেশ

কর্ণাটকের কৃষক সম্মেলনের চরম বিশৃঙ্খলা, রাকেশ টিকাইতের মুখে মাখে দেওয়া হল কালি

টিডিএন বাংলা ডেস্ক: কর্নাটকের কৃষক সম্মেলনে চরম বিশৃঙ্খলা। ভাঙ্গা হলো চেয়ার। শুধু তাই নয়, ভারতীয় কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইতের মুখেও কালি মাখিয়ে দেওয়া হল। সোমবার দুপুরের এই ঘটনার পর রাজ্যের বিজেপি সরকারের দিকেই যোগসাজশের অভিযোগ তুললেন কৃষক নেতা রাকেশ টিকাইত। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে এক কৃষক নেতার বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয় নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আহ্বান করা হয়েছিল। অভিযোগ, ওই বৈঠক চলাকালীন আচমকাই একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভেতরে ঢুকে পড়েন। এর পরেই শুরু হয় ভাঙচুর। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত ব্যক্তিরা একে অপরের দিকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ছেন। এরই মধ্যে হঠাৎ কয়েকজন মিলে রাকেশ টিকাইতের মুখে কালি ছিটিয়ে দেয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনার জন্য রাজ্যের বিজেপি সরকারকে সম্পূর্ণরূপে দায়ী করেছেন ভারতীয় কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইত। রাকেশ টিকাইতের অভিযোগ,”এ রাজ্যের বিজেপি সরকার এখানে কোনো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেনি। এটা রাজ্য সরকারের সঙ্গে যোগসাজশে ঘটানো হয়েছে।”

Related Articles

Back to top button
error: