টিডিএন বাংলা ডেস্কঃ মহারাষ্ট্রের রায়গর, রত্নাগিরি, কোলাপুর প্রভৃতি উপকূলবর্তী বেশ কিছু জেলাগুলিতে কিছুদিন ধরেই চলছে ভয়াবহ বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। উপকূলবর্তী অধিকাংশ এলাকা জলের তলায় চলে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অতিবৃষ্টির কারণে ধ্বসে পড়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট। নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর সাহায্যে এলাকাগুলিতে উদ্ধার কার্য পরিচালনা করা হচ্ছে। এখনো পর্যন্ত একটি স্থানে ৩২ জনের ও অপর একটি স্থান থেকে আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে অর্ধশতাধিক মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বৃষ্টিপাত বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাই-গোয়া জাতীয় সড়ক। বন্যা কবলিত এলাকা গুলি থেকে জল ঠেলে বাব হতে নিষেধ করেছে প্রশাসন। তাদেরকে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এখনও প্রাকৃতিক দুর্যোগ বন্ধ হয়নি তাই তাদের উদ্ধার করতে হেলিকপ্টার নামানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। মহারাষ্ট্র আবহাওয়া দপ্তরের মতে গত ৪০ বছর ধরে জুলাই মাসে এত ভয়াবহ বৃষ্টিপাত ঘটেনি। তবে আবহাওয়া দপ্তর মনে করছে এখনই বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই। বরং কিছু কিছু জায়গাতে আরো ভয়াবহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে।