HighlightNewsদেশ

রণজিৎ সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত ভণ্ড বাবা

টিডিএন বাংলা ডেস্ক : আরও এক খুনের মামলায় জড়াল ‘ভণ্ড’ বাবা রাম রহিমের নাম। ২০০২ সালের ১০ জুলাই গুরমিত রাম রহিম তারই এক অনুগামী রঞ্জিত সিংকে হত্যা করে। ওই খুনের মামলায় রাম রহিম সহ ১৭জনকে দোষী সাব্যস্ত করে সিবিআই বিশেষ আদালত। মামালার সাজা ঘোষণা হয়নি। আগামী মঙ্গলবার বাবা রাম রহিমসহ এই এই খুনের বাকি অভিযুক্তদের সাজা ঘোষনা করবে ওই আদালত।
ঘটনা হল, ২০০৩ সালের ৩ ডিসেম্বর রণজিৎ সিং হত্যা মামলায় সিবিআই এফআইআর দায়ের করে। চার্জশিট থেকে জানা যায়, রণজিৎ সিং ছিলেন হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সৌদার ম্যানেজার। ‘পুরা সচ’ নামে একটি পত্রিকায় বেনামে ফাঁস করেছিলেন রাম রহিমের যৌন নির্যাতনের কথা। অভিযোগ জানিয়েছিলেন, কীভাবে ডেরার ভিতরে তার শিষ্যা তথা সাধ্বীদের যৌন শোষণ চালাত রাম রহিম। কয়েকমাস পরে ওই পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি সিরসায় নিজের বাড়ির খুব কাছেই গুলিবিদ্ধ হন। এরপর খুন হন রঞ্জিত সিং।এরপর ২০০৩ সালে রঞ্জিতের ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর পরে শুক্রবার সেই মামলার রায় দিল সিবিআইয়ের বিশেষ আদালত।
ইতিমধ্যেই আশ্রমে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রামরহিম। ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে ভণ্ডবাবার। ২০১৭ থেকে সেই সাজা ভোগ করছে সে।

Related Articles

Back to top button
error: