নতুন সম্ভাবনার দরজা খুলেছে কৃষি আইন; ‘মন কি বাত’-এ কৃষি আইন ফিরিয়ে নেওয়ার দাবির বিপক্ষে সওয়াল নরেন্দ্র মোদির

Screenshot taken from Narendra Modi Twitter page

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন হাজার হাজার কৃষকরা কেন্দ্রের নয়াকৃষি আইন ফিরিয়ে নেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। দিল্লি চলো অভিযানে সংঘর্ষ করছেন কৃষকরা। সেই সময় মাসিক “মন কি বাত” অনুষ্ঠানে কৃষি বিল নিয়ে সরকারের মনোভাব আরো একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের হাজার হাজার কৃষকরা এই আইন ফিরিয়ে নেওয়ার দাবি জানালেও সরকারের এই আইন ফিরিয়ে নেবার কোন ভাবনা নেই। বরং আইন কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে বলেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে কৃষি সংস্কার। পাশাপাশি বিগত বেশ কয়েক বছর ধরে কৃষকদের কৃষি সংস্কারের দাবির প্রসঙ্গ উত্থাপন করে নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল। সমস্ত রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল। এখন তা পূরণ হয়েছে। অনেক আলোচনার পর কৃষি আইনের সংস্কার হয়েছে। নিজেদের অধিকার পেয়েছেন কৃষকরা। নতুন সুযোগ তৈরি হয়েছে। কৃষকদের সমস্যার সমাধান হয়েছে।