HighlightNewsদেশ

কৃষকদের ৫ দফা লিখিত আশ্বাস কেন্দ্রের, আজই আন্দোলনে ইতি পড়ার সম্ভাবনা

টিডিএন বাংলা ডেস্ক : অবশেষে কৃষক আন্দোলন কি প্রত্যাহার হতে চলেছে? কারণ আন্দোলনরত কৃষকদের কাছে কেন্দ্র খসড়া প্রস্তাব পাঠায়। তার বেশির ভাগটাই মেনে নিয়েছিলেন কৃষক নেতারা। কিছু ক্ষেত্রে সংশোধনের জন্য ফের তা সরকারের কাছে ফেরত পাঠান তারা। এরপর বুধবার নতুন প্রস্তাব পাঠায় কেন্দ্র। সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতিতে আস্থা রেখে সিঙ্ঘু সীমানায় আজ একপ্রস্থ আলোচনার পর আপাতত আন্দোলন প্রত্যাহার হওয়ার জোর সম্ভাবনা।

সূত্রের খবর, কৃষকদের ৫ দফা লিখিত আশ্বাস দিয়েছে মোদি সরকার। তাতে বলা হয়েছে, কিষান মোর্চার সব সদস্যকে এমএসপি কমিটিতে রাখা হবে। নিঃশর্তভাবে কৃষকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে। রাজ্য রাজ্য থেকে মিলবে ক্ষতিপূরণ। সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে আলোচনার পর বিদ্যুৎ বিল সংশোধন এবং ফসলের নাড়া পোড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সূত্রের আরও খবর, আপাতত তাদের যাবতীয় দাবি দাওয়া পূরণের লিখিত আশ্বাস পেয়ে আন্দোলন তুলে নেওয়ার পথে সংযুক্ত কিষান মোর্চা।

কিষান মোর্চার সদস্য হান্নান মোল্লা বলেন, আজ বেলা বারোটা নাগাদ নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করে আন্দোলন তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এর পাশাপাশি দেশজুড়ে বিজয় দিবস পালন করার ইঙ্গিত দিয়েছেন কৃষক নেতারা।

Related Articles

Back to top button
error: