HighlightNewsদেশ

৬ জানুয়ারির বদলে ৭ জানুয়ারি ট্রাক্টর মার্চ করবেন কৃষকরা; জানালেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব

টিডিএন বাংলা ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ট্রাক্টর প্যারেডের দিন বদল করলেন আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা। স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারির বদলে ৭ জানুয়ারি করা হবে ট্রাক্টর প্যারেড। তিনি বলেন, ৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে দিল্লির এক্সপ্রেসওয়ের ওপর কৃষকরা চারদিক থেকে ট্রাক্টর মার্চ করবেন। কুণ্ডলী বর্ডার, টিকরি বর্ডার, গাজীপুর বর্ডার থেকে ও রেবাসন থেকে পল্লবলের দিকে ট্রাক্টর মার্চ করা হবে।

যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন গোটা দেশ যে ঐতিহাসিক গণতন্ত্র প্যারেড দেখতে চলেছে তার একটি ছোট নমুনা ৭ জানুয়ারি দেখতে পাওয়া যাবে। আগামীকাল থেকে দুসপ্তাহ ব্যাপী পুরো দেশে দেশ জাগ্রন অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, এই আন্দোলন সারাদেশে শুরু হয়ে গিয়েছে। এই আন্দোলনকে আরো দৃঢ় করে তোলা হবে যাতে, শুধুমাত্র পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা আন্দোলন করছেন এই মিথ্যের পর্দা ফাঁস করা যায়। পাশাপাশি হরিয়ানার কৃষক নেতারা জানিয়েছেন, ২৬ জানুয়ারির দিল্লি মার্চের জন্য হরিয়ানার প্রত্যেক গ্রাম থেকে দশটি ট্রলি এবং প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্যকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: