দিল্লির রোহিনীতে হাসপাতালের আইসিইউতে আগুন, অক্সিজেন সরবরাহের অভাবে মৃত্যু রোগীর

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার সকালে দিল্লির রোহিনী এলাকায় ব্রহ্ম শক্তি হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। এর ফলে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে। অক্সিজেন সরবরাহের অভাবে মৃত্যু হয়েছে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৬৪ বছর বয়সী এক রোগীর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই হাসপাতালের তৃতীয় তলে আগুন লেগেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের ডেপুটি কমিশনার প্রণব তায়াল জানিয়েছেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে ফোন করে। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, দমকলের ৯টি ইঞ্জিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।