রাজ্য নারকেলডাঙার বস্তিতে আগুন, ভস্মীভূত ৫০টি ঝুপড়ি By TDN Bangla - 7 September 2020 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: ভোর রাতে নারকেলডাঙার বস্তিতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেলো ৫০টি ঝুপড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর রাতে আগুন লাগে। প্রথমে একটি ট্রান্সফর্মার ফেটে যায়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পর পর অনেকগুলি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।