টিডিএন বাংলা ডেস্ক: হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল ইসরাইল। গত শনিবার রাত থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি অযোগ্য প্রধানমন্ত্রীকে তার দপ্তর থেকে ইস্তফা দিতেই হবে।
দেশের বিক্ষুব্ধ জনতা শুধুমাত্র প্রধানমন্ত্রীর বাড়ীর সামনে বিক্ষোভ দেখিয়ে থেমে থাকেনি। তারা শহরের বিভিন্ন রাস্তা ও সরকারি দপ্তরের সামনে প্রধানমন্ত্রী বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছে। বেশীরভাগ জনতার হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও নীল সাদা রঙের দেশের জাতীয় পতাকা ছিল। কোনো প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা ছিল,”এখান থেকে চলে যান”তো অন্য কোন প্ল্যাকার্ডে লেখা ছিল “আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে”। কেউ কেউ আবার প্লাকার্ডে লিখেছিলেন,”নতুন বিপ্লব”।
ইসরাইলে প্রধানমন্ত্রী বিরোধী এই বিক্ষোভ মূলত করোনা ভাইরাস কেন্দ্রিক হলেও অনেক আগে থেকেই জনতার মনে বিক্ষোভ দানা বাঁধছিল। দীর্ঘদিন ধরে মসনদে বসে থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কয়েক বছর থেকেই ঘুষ, প্রতারণা ও বেনামী সম্পত্তির প্রচুর অভিযোগ আসছিল। এর মধ্যেই চলতি বছরে দেশে লাগামহীনভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকে। করোনাভাইরাস অতিমারির সামনে নেতানিয়াহু সরকার মূলত অসহায় হয়ে পড়ে। ফলে দেশের বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ জনতার একটাই দাবি,”সময় নষ্ট না করে এক্ষুনি ইস্তাফা দাও”।
এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের বিরুদ্ধে কামান দেগে, তাদের বামপন্থী মতাদর্শের লোক ও নৈরাজ্যবাদী বলে আখ্যায়িত করেন। এতে দেশের জনসাধারণ আরোও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দেন,” ইস্তফা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। আমি আমার মেয়াদ পূর্ণ করব”।