টিডিএন বাংলা ডেস্ক: ব্রাজিলকে হারিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনা আক্রান্ত দেশ হয়ে উঠেছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষেরও বেশি। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৮০২ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১,০১৬ জন। এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে আমেরিকায়। তবে প্রতিদিন ভারতে আমেরিকার দ্বিগুণ বা তিনগুণেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন।
এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৪ হাজার। এর মধ্যে ৭১,৬৪২ জন করোনা আক্রান্ত ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন।পরিসংখ্যান অনুসারে বিশ্বে প্রতিদিন করণায় আক্রান্ত হয়ে যত জন মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে কুড়ি শতাংশ মারা যাচ্ছেন ভারতে। অন্যদিকে করোনায় সক্রিয় মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮২ হাজার এবং এখনও পর্যন্ত নিরাময় হয়েছেন ৩২ লক্ষ ৫০ হাজার মানুষ।সংক্রমণের সক্রিয় সংখ্যার তুলনায় স্বাস্থ্যকর মানুষের সংখ্যা সাড়ে তিনগুণ বেশি।