টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারী নিয়ে জাতীয়তাবাদের পরিবর্তে অর্থাৎ কিছু দেশের সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে সব দেশের কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়ার বার্তা দিলেন হু-এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াস। সোশ্যাল মিডিয়ায় হু এর তরফ থেকে সম্প্রচারিত একটি ভিডিওবার্তায় হু এর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়াস বলেছেন,”আমরা সবাই আশা করি যে, আগামী কিছু মাসের মধ্যেই আমরা করোনার ভ্যাকসিন নিয়ে একটি সুসংবাদ পাওয়ার আশায় রয়েছি। কিন্তু যখন এবং যদি আমরা একটি কার্যকরী ভ্যাকসিন পাই, তাহলে আমাদের অবশ্যই সেটিকে কার্যকরী উপায়ে ব্যাবহার করা উচিত। সময়ের সাথে সাথে যখন ভ্যাকসিনের উৎপাদন আমরা চাই প্রত্যেক মানুষ ভ্যাকসিন পান। কিন্তু প্রাথমিক সময়ে যখন উৎপাদন কম থাকবে তখন আগে জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষদের এবং বৃদ্ধ ও যাঁরা সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন তাঁদের দেওয়া উচিত। অন্য ভাষায় বললে, কিছু দেশের সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার থেকে সব দেশের কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত।”
এরপর তিনি এই বিষয়ের সাথে সংযুক্ত বিশ্বের অর্থনীতির সম্পর্কের কথা উল্লেখ করে বলেন,”এটা শুধুমাত্র একটা নৈতিক প্রয়োজন বা জন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয় নয়, এটি একটি অর্থনৈতিক প্রয়োজনও বটে। আমাদের সংযুক্ত বিশ্বের মধ্যে যদি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দেশগুলি ভ্যাকসিন না পান তাহলে এই ভাইরাস মারণকরিয়া চালিয়েই যাবে এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার হতে আরো সময় লাগবে। বিশ্বের মানুষের স্বার্থে ভ্যাকসিনকে ব্যবহার করলে প্রত্যেকটি দেশের স্বার্থ সিদ্ধি হবে। ভ্যাকসিন জাতীয়তাবাদ মহামারীকে দীর্ঘস্থায়ী করবে, কমাবে না।”