আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে নামলেন ওসামা বিন লাদেনের ভাইজি!

টিডিএন বাংলা ডেস্ক: গোটা আমেরিকা জুড়ে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক উত্তেজনা। নির্বাচনী লড়াইয়ে জিততে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। টাইগার কোথায় উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ভোট নিজের ওকে আনতে রীতিমতো ভোল বদলেছেন ট্রাম্প। ভুলেও মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না তিনি। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসে ভারতীয়দের ভোট নিজের দিকে টানতে প্রায়শই নরেন্দ্র মোদির পক্ষ নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে ট্রাম্পকে। সম্প্রতি ভারত-চীন বিবাদ নিয়েও ভারতের পক্ষ নিয়ে সমঝোতা করানোর চেষ্টা করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমেরিকার শত্রু বলে পরিচিত ওসামা বিন লাদেন, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হওয়া ভয়াবহ বিস্ফোরণ যাঁর মস্তিষ্ক প্রসূত বলে দাবি করে এসেছে আমেরিকা, যাকে পাকিস্তানে ঢুকে শেষ করে দেয় মার্কিন সেনাবাহিনী সেই ওসামা বিন লাদেনের ভাইজি নুর বিন লাদেন এবার নেমেছেন ট্রাম্পের প্রচারে। সম্প্রতি এই খবর মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টে ফলাও করে প্রকাশ করা হয়।

নিউ ইয়র্ক পোস্ট নামে ওই মার্কিন দৈনিক পত্রিকায় বলা হয়েছে, নুর বিন লাদেন সুইজারল্যান্ডে বসবাস করলেও ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা হওয়ার পর থেকেই ট্রাম্পকে সমর্থন করে আসছেন। নুরের মা সুইস লেখক কারমেন ডুফুর এবং বাবা সউদি আরবের ধনী পরিবারের ছেলে ইয়েসলাম বিন লাদেন। ১৯৮৮ সালে নুরের মা-বাবার বিচ্ছেদ হয়। ৯/১১ হামলার পর ২০০৪ সালে লাদেন পরিবার নিয়ে বই লিখে ব্যাপক পরিচিতি পান নুরের মা কারমেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চরমে উঠেছে। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে তারকা সমর্থকরা সমর্থন করছেন। এরই ধারাবাহিকতায় ওসামা বিন লাদেনের ভাইজি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন জানানোয় বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ওই মার্কিন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, নুর বিন লাদেন এতটাই ট্রাম্প ভক্ত যে, তিনি সম্প্রতি বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হ’লে ধরে নিতে হবে আরেকটি ৯/১১ দোরগোড়ায় অপেক্ষা করছে। আরেকটি ৯/১১ ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Related Articles

Back to top button
error: