HighlightNewsরাজ্য

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিউটাউনে সিএনজি বাস পরিষেবা উদ্বোধন ফিরহাদের

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিনিয়ত দূষিত হয়েই চলেছে আমাদের সুন্দর এই পৃথিবী। এমতাবস্থায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও পেট্রোল-ডিজেলের ওপর থেকে নির্ভরতা কমাতে সিএনজি বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের অংশ হিসাবে আজ সোমবার বিকালে নিউটাউন থেকে পরিবেশ বান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, এই নতুন চালু হওয়া বাস চলবে সাপুরজি থেকে উল্টোডাঙা অবধি। এই বাস পরিষেবা চালু করা হয়েছে সাবার্বান বাস সার্ভিসেসের পক্ষ থেকে। এমনিতেই নিউটাউনে সাবার্বান বাস পরিষেবা না থাকার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। সেই সমস্যার সমাধানের জন্য এই পরিষেবা চালু করা হল। প্রথমে পরীক্ষামূলক ভাবে ৫টি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে এই প্রকল্প লাভদায়ী হলে আরও দুটি পর্যায়ে আরও ১০টি বাসকে রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে।

এদিন এই পরিষেবার উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, ‘সিএনজি-র সঙ্গে বেঙ্গল গ্যাস নামে নতুন একটা কোম্পানি হয়েছে। যারা বাসের রিফিলিং ছাড়াও কলকাতায় গ্যাস সাপ্লাই করবে। আগামী সাত দিনের মধ্যেই কসবাতে আমরা উদ্বোধন করব সিএনজি স্টেশন। পাশাপাশি সব ট্রাম ডিপো গুলোতে যেহেতু পাওয়ার আছে তাই সেখানেও চার্জিং স্টেশন ব্যবস্থা করা হচ্ছে। সিইএসসি এবং বিদ্যুত্‍ বণ্টন কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে। ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারি চালিত গাড়ির জন্য চার্জিং স্টেশন হবে কলকাতা এবং বৃহত্তর কলকাতা এলাকায়। জ্বালানির দাম এখন আকাশছোঁয়া। নিরন্তর সমস্যায় পড়ছেন বাস মালিকরা। তাই ডিজেলের বিকল্প হিসেবে এই সিএনজি বাস পরিষেবা চালু করা হল। উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের সাপুরজি পর্যন্ত রুটে এই পরিবেশবান্ধব সিএনজি বাস চলবে।’

Related Articles

Back to top button
error: