রাজ্য

অত্যাধুনিক নেশাদার দ্রব্য কোডাইন মিকসচার ফসফরেট সহ গ্রেপ্তার পাঁচ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ২৫ লিটার অত্যাধুনিক নেশাদার দ্রব্য কোডাইন মিকসচার ফসফরেট সহ পাঁচ যুবককে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন, সালাম শেখ, ইনসান আলী, সারিউল শেখ, আবু রায়হান শেখ ও ওয়াহিদুর রহমান। তাদের সকলেরই বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মোজামপুর বালুরগ্রাম এলাকা। ধৃতদের বৃহস্পতিবার জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো পাঠায় পুলিশ। কোথা থেকে নিয়ে, কাকে দেওয়ার উদ্দেশ্যে অত্যাধুনিক নেশাদার দ্রব্য কোডাইন মিকচার গুলো নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button
error: