রাজ্য

বিসর্জন করতে গিয়ে মৃত পাঁচ ব্যক্তির পাশে রাজ্য সরকার, দুই লক্ষ করে টাকা তুলে দিলো প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: দশমীর দিনে প্রতিমা বিসর্জন করতে গিয়ে বিলে নৌকা উল্টে জলের তলায় চাপা পড়ে মৃত্যু হয় পাঁচজনের। মুর্শিদাবাদের বেলডাঙ্গা পৌরসভার ডুমুড়ি দহ বিলের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আর সেই মৃত পাঁচ ব্যক্তির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বুধবারই তাদের দুই লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে রাজ্য প্রশাসন। সেই মতো বুধবার রাতেই মৃতের পরিবারগুলোর হাতে চেক তুলে দেয় জেলা প্রশাসন ও জেলার দুই সাংসদ আবুতাহের খান এবং খলিলুর রহমান।

উল্লেখ্য, দশমীর দিন বেলডাঙা পুর এলাকার হাজরা পরিবারের ওই প্রতিমাটি ডুমুড়ি দহ বিলে বিসর্জন করতে নিয়ে যা ওই পাঁচ ব্যক্তি। সঙ্গে ছিলেন পরিবারের আরো অন্যান্য আত্মীয় স্বজনরা। দুটি নৌকাতে করে প্রতিমা চাপিয়ে বিলের মাঝামাঝি স্থানে গিয়ে ভাসানোর ঠিক আগেই অতিরিক্ত যাত্রীর ভারে হঠাতই তলিয়ে যায় নৌকাটি। কোনোক্রমে বেশ কয়েকজন যাত্রী ভাসতে থাকলেও প্রতিমার নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। আর তাতেই মৃত্যু হয় চারজনের। নিখোঁজ থাকে আরো একজন। পরে তারও মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Back to top button
error: