HighlightNewsআন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত নাইজেরিয়া, নৌকা ডুবিতে মৃত্যু ১০ জনের, নিখোঁজ অসংখ্য

টিডিএন বাংলা ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে শুক্রবার (৭ অক্টোবর) তীব্র বন্যার মধ্যে ৮৫ আরোহীর একটি নৌকা ডুবে যায়। এতে ১০ জন নিহত এবং ৬০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার-কর্মীরা। জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমুরের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা-সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আনামব্রা রাজ্যের গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুক্রবার স্থানীয় সময় ১১টা থেকে দুপুরের কোনো এক সময়ের মধ্যে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। আনামব্রা রাজ্যটির বাসিন্দা ও স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে জানায়, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে যায়।উদ্ধার তৎপরতায় নাইজেরিয়ার সেনাবাহিনীর সামরিক দুর্যোগ প্রতিক্রিয়ার একটি ইউনিট সহায়তা করছে বলে জানিয়েছেন তানিমু।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার কবলে পড়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ। সূত্র- দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button
error: