প্রথমবার এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে নিয়োগ মহিলা পাইলট হরপ্রীত এ ডি সিং

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের ইতিহাসে প্রথমবার কোন বিমান সংস্থার সিইও পদে নিযুক্ত হলেন মহিলা পাইলট। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে হরপ্রীত এ ডি সিংকে এক নতুন ইতিহাস সৃষ্টি করলো কেন্দ্র সরকার। এয়ার ইন্ডিয়ার সিএমডি রাজিব বনশল এদিন একটি বিবৃতিতে এই ঘোষণা করেন।

এর ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদোন্নতি হয় দেশের প্রথম মহিলা পাইলট হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করলেন যিনি কোন বিমান সংস্থার সিইও। ১৯৮৮ শালী ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে বিমান চালানোর সার্টিফিকেট পেলে ও শারীরিক অসুস্থতার কারণে সে বছর পাইলট হিসেবে এর ইন্ডিয়ায় যোগ দিতে পারেননি হারপ্রীত এডি সিং। তার বদলে এয়ার সেফটি আধিকারিক হিসেবে যোগদান করেন এয়ার ইন্ডিয়ায়। এরপর দেশের প্রথম মহিলা ফ্লাইট সেফটি চিফ হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি। বর্তমানে বিমানচালক অ্যাসোসিয়েশনের প্রধান হরপ্রীত এডি সিং।