HighlightNewsদেশ

ইতিহাসে প্রথমবার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থানাধিকারী হিন্দু ছাত্র শুভম যাদব

টিডিএন বাংলা ডেস্ক: কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি। ইসলামিক স্টাডিজ এর ছাত্র হিসেবে এর আগে বহু অমুসলিম ছাত্র কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেননি কোনো হিন্দু ছাত্র। ইসলামিক স্টাডিজ এর প্রতি নিজের আগ্রহ এবং অধ্যবসায়ের জোরে এককথায় সবাইকে তাক লাগিয়ে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নিয়েছেন রাজস্থানের আলওয়ারের বাসিন্দা শুভম যাদব। নিজের এই সাফল্যের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,”ইসলাম সম্পর্কে বহু ভুল ধারনা চালু রয়েছে। ইসলামকে উগ্রতার সমার্থক বলেও প্রচার করা হয়। সামজে এরকম বাতাবরণ বেড়ে চলেছে। এই সময়ে একে অপরকে আরও বেশি করে বোঝ দরকার।”

কাশ্মীর বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়েছিল গত ২০ সেপ্টেম্বর। এই পরীক্ষায় শুভম যাদবের এহেন ফলাফলের পর সংবাদমাধ্যমকে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদি সংবাদমাধ্যমকে বলেন, এর আগে তারা বহু অমুসলিম ইসলামিক স্টাডিজের স্কলার ছাত্র-ছাত্রী পেয়েছেন কিন্তু এই প্রথমবার কোন অমুসলিম ছাত্র প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল।

এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক হওয়ার পর ইসলামিক স্টাডিজের প্রতি নিজের আগ্রহের কারণেই কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেন শুভম যাদব। সংবাদমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকার অনুযায়ী কলেজে থাকতে থাকতেই ইসলাম সম্পর্কে আগ্রহ জন্মায় তার মনে। তাই স্নাতক হওয়ার পরই ঠিক করে ফেলেন ইসলাম নিয়েই ভবিষ্যতে আরো পড়াশোনা করবেন তিনি। নিজের ভবিষ্যৎ কর্মজীবনের আকাঙ্ক্ষা সম্পর্কে শুভম যাদব জানিয়েছেন, তিনি একজন আইএএস অফিসার হতে চান।

Related Articles

Back to top button
error: